শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কাল ছিল মহালয়া (Mahalaya) ৷ ভোর থেকে বৃষ্টি ৷ বেলা বাড়তেই মেঘলা আকাশ ৷ দেখা মেলেনি পেঁজা তুলোর মতো মেঘ, রৌদ ঝলমলে শরদের আকাশের ৷ তবে এরই মাঝে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, শহরের সব পুজো মণ্ডপে চক্ষুদান হল দেবী দুর্গার ৷ কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে অবশ্যই অন্যতম একটি পুজো কাশীবোস লেন (Kashi Bose Lane) দুর্গাপুজো সমিতির পুজো।
{link}
২ তারিখ, শুভ মহালয়ার দিন সেই ঐতিহ্যবাহী পুজোর দেবীর চক্ষুদান করা হলো। প্রতিমার চক্ষুদান করলেন রাজ্যের মন্ত্রী মাননীয়া শশী পাঁজা মহাশয়া (Shashi panja)। মায়ের চক্ষুদান মুহূর্তে মন্ডপে উপস্থিত ছিলেন ৪৫ জন দৃষ্টিহীন মানুষ। তাঁদেরই বলা হয়েছে ওই পুজোর প্রকৃত ভি আই পি (VIP)।
{link}
তারা ব্রেইল পদ্ধেতিতে মনের আলোতে উপলব্ধি করেন চক্ষুদানের গোটা প্রক্রিয়া। অন্ধকারের মধ্যেও তারা খুঁজে নেয় পুজোর আনন্দ ৷ মহালয়ার দিনে সেই সব বিশেষভাবে সক্ষম শিশু থেকে কিশোরদের হাতেই উত্তর কলকাতার কাশী বোস লেনে হল দেবী দুর্গার চক্ষুদান । তাদের হাতে তুলে দেওয়া হয় ব্রেইল স্ক্যানার ভি আই পি পাস। কাশী বোস লেনের এবারের থিম 'রত্নগর্ভা'
{ads}