header banner

CM : কলকাতা ৩৮ নম্বর ওয়ার্ডে পালিত হচ্ছে 'দুয়ারে সরকার' প্রকল্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সারা বাংলা জুড়ে চলছে নবম দুয়ারে সরকার প্রকল্প। তারই অংশ হিসাবে কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে পৌরমাতা সাধনা ঘোষের উদ্যোগে বিদ্যাসাগর কমিউনিটি হলে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। কাউন্সিলার সাধনা ঘোষ বলেন, এখানে মানুষের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে।

{link}

ভিড় প্রধানত মহিলাদের। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায় )মহিলাদের স্বনির্ভর করবার জন্য একাধিক প্রকল্প নিয়েছে। সেই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন মহিলারা। তাই এই ক্যাম্পে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তিনি বলেন, দিদির প্রতি মানুষের আবদার বেশি।

{link}

সাধনা ঘোষ জানান, তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন। মাইকে প্রচার করেছেন। তাই সকলের কাছেই দুয়ারে সরকার - এই প্রকল্পের কথা পৌঁছে গেছে। সকলেই খুবই উৎসাহের সঙ্গে এখানে আসছেন।

{ads}

News Breaking News West Bengal Kolkata Mamata Banerjee CM Duare Sarkar সংবাদ

Last Updated :