শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কথায় বলে তৃণমূল (TMC) আছে তৃণমূলেই। কোনো বিরোধী দলের মানুষদের সঙ্গে নয়, নিয়মিত হয়ে চলেছে নিজেদের দলের কর্মীদের সঙ্গে মারামারি। আর তারই পরিণতিতে মঙ্গলবার ঘটে গেলো ওই ভয়ঙ্কর ঘটনা। বিডন স্ট্রিট (Beadon Street) সংলগ্ন এলাকায় এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল। ইট, রড, কাচের বোতল দিয়ে সন্তু হালদার নামে ওই যুবককে মারধর করা হয়।
{link}
গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সন্তু এলাকায় যুব তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলের আর এক যুবনেতা রাহুল ঝার গোষ্ঠীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ। মঙ্গলবার রাহুল ঝা ও তাঁর দলবল সন্তুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। রড , কাচের বোতল দিয়ে মারধরে রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সন্তু। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
{link}
তাঁর মুখ ও মাথায় ৩৯টি সেলাই করতে হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিডন স্ট্রিটে যুব তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের খবর সামনে আসে। দলে কোনও গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না বলে একাধিকবার বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যদিও তাতে কাজের কাজ কিছুই হয় নি বলেই নাগরিক মহলের ধারণা।
{ads}