header banner

South Calcutta Law College : কলকাতার কলেজে ফের নারকীয়তা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অভয়া কান্ডের পর কেটে গেছে প্রায় ১১টা মাস, সে পায়নি কোনো বিচার। তার মধ্যেও ঘটেছে অনেক হাড়হীম করা ঘটনা, যা রয়ে গেছে লোক চক্ষুর আড়ালে। আবার এক নির্মম ঘটনা, কলকাতার কসবায় (Kasba) সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College)। কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী মনোজিত মিশ্র, কলেজ স্টুডেন্ট প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদের ওপর।

{link}

নির্যাতিতা গেছিল কলেজে পরীক্ষার ফর্ম ভরতে। তখনই তৃণমূল কর্মী মনোজিত মিশ্র যে ছিল কলেজের প্রাক্তন স্টুডেন্ট মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটি তাকে না বলে এবং সে এটাও বলে যে তার বয়ফ্রেন্ড আছে। মেয়েটির মুখে না শোনাতে অভিযুক্ত মনোজিত মিশ্র মেয়েটির মা, বাবা ও বয়ফ্রেন্ডকে মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতিতা তার পা ধরে অনুরোধ করে কিন্তু মনোজিত কোনো কথা শোনে না এবং তার আরও দুজন সঙ্গীদের দিয়ে কলেজ গেট বন্ধ করিয়ে দেয়। মনোজিত ও কলেজের আরও দুজন ছাত্র মিলে গার্ড রুমে মেয়েটিকে গণধর্ষণ করে।

{link}

এখানেই শেষ না , এই নারকীয় কাজের ভিডিও বানায় তাকে ব্ল্যাকমেল করার জন্য এবং সে পালিয়ে যেতে চাইলে তাকে হকি স্টিক দিয়ে মারে। সন্ধ্যে থেকে ১০.৫০ পর্যন্ত মেয়েটির ওপর এরম অত্যাচার চালানো হয়। কলকাতার বুকে রাস্তার ওপর কলেজের মধ্যে সন্ধ্যেবেলা ঘটে এই নারকীয় ঘটনাটি। প্রশ্ন উঠছে কোথায় মেয়েদের নিরাপত্তা? কি দোষ ছিল মেয়েটির? প্রেমের প্রস্তাব দেওয়ায় না করে মেয়েটি, এটাই কি তার দোষ?

{ads}

 

News Breaking News South Calcutta Law College Kasba Case সংবাদ

Last Updated :