শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : রবিবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belghoria Expressway) মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে তিন জনের। খবরে প্রকাশ, লরির চাকায় পিষে মৃত্যু বাবা মা ও মেয়ের। জানা গিয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিটি হোটেলের একদম সামনে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। অন্যতম ব্যস্ত রাস্তা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে।
{link}
ডানকুনি থেকে মুম্বই ও দিল্লি রোডের যানবাহন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সোজা এয়ারপোর্টে পৌঁছয়। এবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশতে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়েও। ব্যস্ত ওই রাস্তায় একাধিক দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। সন্ধ্যার পরে এই রাস্তায় গাড়ির গতি যায় বেড়ে। ফলে মাঝে মাঝেই দুর্ঘনা ঘটে। এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ জল ছড়িয়ে থাকা রক্ত ধুয়ে দিচ্ছে। জানা গিয়েছে, এদিন সন্ধে সাতটা নাগাদ দক্ষিণেশ্বরের দিক থেকে এয়ারপোর্টের দিকে স্কুটিতে চেপে আসছিলেন ওই ব্যক্তি ও মহিলা। মেয়েকে পড়িয়ে সঙ্গে নিয়েই ফিরছিলেন বাবা মা। ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে।
{link}
স্কুটি নিয়ে উল্টে পড়ে যান তারা। এরপরেই লরির চাকার তলায় পড়ে পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই পিষে তিন জনের মৃত্যু হয়। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসে পুলিশ। দুর্ঘটনার পর মৃতদেহগুলি বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, মৃত বাবা মা মধ্যবয়সী ও মেয়ের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। স্থানীয় এক ব্যক্তি জানান, মৃতরা বিশরপাড়ার বাসিন্দা। বিশরপাড়ায় মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
{ads}