শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এক গৃহবধুকে খুন (Housewife Murder) করার ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো এক প্রতিবেশীর বিরুদ্ধে। মৃতার নাম আমিনা মোল্লা(৪৭)। ক্যানিং থানার (Canning Police Station) পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করে ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতের গোবরামারী গ্রামের বধু আমিনা। কাপড়ে জড়ি লাগানোর কাজ করতেন।
{link}
অভিযোগ বেশকিছু দিন যাবত ওই বধুর সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী মহসীন মোল্লার । অভিযোগ ওই বধুকে নিয়ে মহসীন মোল্লা শুক্রবার ক্যানিংয়ের একটি আবাসিক লজে উঠেছিল। সেখানে ওই বধুর কানের ও হাতের সোনার গহণা জোর করে খুলে নিয়ে খুন করে। পরে গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য লজ থেকে বের করে স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে বধুর মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় মহসীন। এই ঘটনায় ক্যানিং বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
{link}
খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য । মৃত বধুর পরিবারের লোকজন অভিযুক্তের কঠোর শাস্তির দাবী করে জানিয়েছে, ‘আমিনার সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল মহাসীম মোল্লার। এদিন লজে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে তাকে খুন করেছে। পরে তার অঙ্গে থাকা সোনার গহণা নিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
{ads}