header banner

কল সেন্টারের নামে আন্তর্জাতিক প্রতারণা চক্র, নিউটাউন থানার অভিযান হাওড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কল সেন্টারের নামে আন্তর্জাতিক প্রতারণা চক্র। হাওড়ায় অভিযান নিউটাউন থানার পুলিশের। রবিবার হাওড়ার লিলুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান হয়। লিলুয়ার দাসপাড়া এলাকায় কল সেন্টারের মালিক গৌরব সোনির বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এর আগে নিউটাউনে কল সেন্টারের অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় প্রায় তেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা ও ৫৩ টি কম্পিউটার।

{link}
এই প্রতারণা চক্রটি আন্তর্জাতিক দেশগুলিতেও দীর্ঘদিন ধরে তাদের প্রতারণা চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। তাদের ধরার চেষ্টা চলছিল বেশ কিছুদিন ধরে। নিউটাউন থানার পুলিশ অবশেষে হাওড়ায় লিলুয়ায় এই প্রতারণা চক্রের মালিকের হদিস পায়। সেই ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এখনও এই চক্রটির বিষয়ে বিস্তারিত তদন্ত চলবে। 
{ads}

news Newtown Howrah fraud West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article