header banner

kasba Case : সাউথ ক্যালকাটা কলেজে তদন্ত তীব্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একের পর এক ধর্ষণ কাণ্ডে যখন বাংলার মুখ হেট হয়ে গেছে, তখনি সামনে আসলো সেই ভয়ঙ্কর, পৈশাচিক কসবা কান্ড (Kasba Case)। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আনা হল মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্তকেই। আনা হয়েছে ঘটনার দিন ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীকেও। ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়োগ্রাফি করছে পুলিশ। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন রাতে কী ঘটেছিল, তা-ই প্রতিটি পর্যায়ে জানার চেষ্টা করছে পুলিশ।

{link}

আজ, শুক্রবার সকালেই বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় কসবার ওই কলেজে। গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয় তিন অভিযুক্তকে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। অভিশপ্ত ওই রাতে কোন জায়গায় কী ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কী কী করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

{link}

নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তার দিকেও রয়েছে নজর। গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত করছে। কলেজে উপস্থিত রয়েছেন গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাও। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলেজ। প্রসঙ্গত, যে কোনও অপরাধের ক্ষেত্রেই পরবর্তী সময়ে অভিযুক্তদের ঘটনাস্থলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এর আগে কসবা কলেজের ওই নির্যাতিতাকেও কলেজে আনা হয়েছিল। নির্যাতিতা প্রতিটি জায়গা দেখিয়েছিলেন, যেখানে অভিযুক্তরা তার উপরে পাশবিক অত্যাচার করেছিল।

{ads}

 

News Breaking News Kasba Case South Calcutta Law College Rape Case সংবাদ

Last Updated :