header banner

Vineet Kumar Goyal : বিনীত গোয়েলের বিপদ কি বাড়তে চলেছে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর কান্ড (R G kar Incident) নিয়ে খুবই চাপে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Kumar Goyal)। আরজি কর কাণ্ডের জেরে প্রবল আন্দোলনের জেরে কলকাতা পুলিশের সিপির (CP) পদ খুইয়েছেন প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। সিপি থেকে অপসারিত হয়ে স্পেশ্যাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফের দ্বায়িত্ব নেন গোয়েল।

{link}

কিন্তু বিপদ তাতেও কমছে না। কারণ তাঁর বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে আগেই সরব হয়েছিল প্রতিবাদীরা। এই ঘটনায় সুপ্রিম কোর্টও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারপরেই কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য। ফলে ক্ষুন্ন হয়েছেন শীর্ষ আদালত (Supreme Court)। এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এমন অবস্থায় সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি।

{link}

রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৯ অগস্ট আরজি করে নির্যাতিতার মৃত্যুর পর একাধিকবার ওই জুনিয়র ডাক্তারের নাম প্রকাশ করেন প্রাক্তন সিপি বিনীত গোয়েল। সেই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের দু বছর পর্যন্ত জেল হতে পারে। স্বাভাবিক কারণেই কপালে ভাজ পড়েছে বিনীত গোয়েল সহ রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Vineet Kumar Goyal Special Task Force Supreme Court সংবাদ

Last Updated :