শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একটা একটা করে দুর্ঘটনা ঘটে আর তার পরেই নড়েচড়ে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) কর্তৃপক্ষ। কিছুদিনের যাওয়ার পরে আবার যেই কে সেই। এবারও তার ব্যতিক্রম হলো না। পুকুরে ডুবে ছাত্রী মৃত্যুর পরেই একগুচ্ছ নতুন নিয়মের কথা জানালেন ইউনিভার্সিটি। যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে সর্বসাধারণের মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াক বন্ধ করার নির্দেশ জারি করা হল। মদ, গাঁজা নিয়ে ক্যাম্পাসে ঢোকার উপরও ফের নিষেধাজ্ঞা জারি করা হল।
{link}
বৃহস্পতিবার ছাত্রীর মৃত্যুর পর একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে মদ, গাঁজার আসর নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন এবারও উঠেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল পার্কিং লটে (Parking lot)। ওই অনুষ্ঠানের সময় রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মদের আসর বসেছিল বলে পুলিশ সূত্রে খবর।
{link}
ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই নিরাপত্তা আঁটসাঁট করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইস্যু করা পার্কিং স্টিকার থাকলে দু চাকা ও চার চাকা গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। ওই পার্কিং স্টিকার না থাকলে প্রবেশপথে সেই গাড়ির যথাযথ তথ্য নিয়ে তারপর ঢুকতে দেওয়া হবে। অনেক সাধারণ মানুষ সকাল ও সন্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য মর্নিং ও ইভিনিং ওয়ার্ক বন্ধের নির্দেশিকা জারি করা হল।
{ads}