header banner

Sonarpur : বাড়িতে মাটির তলায় বড়ো পাতাল ঘর , জামালের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূলের দামাল ছেলে জামালের বাড়িতে মাটির তলায় এবার সন্ধান পাওয়া গেলো বেশ বড়ো পাতাল ঘর। যদিও জামালের দাবি ওটা জলের ট্যাঙ্ক। আর সেই ট্যাঙ্কের ভিতর থেকে পুলিশ উদ্ধার করলো বেশ কিছু নথী। শুক্রবার ভোরে, জামাল ওরফে জামালউদ্দিন (Jamaluddin) সর্দারকে নিয়েই তার বাড়িতে অভিযান চালায় সোনারপুর (Sonarpur) থানার পুলিশ। পুরো বাড়ি তল্লাশি (search) করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

{link}

তল্লাশির সময়ই তাঁর বাড়ির নীচে একটি আন্ডারগ্রাউন্ড (underground) চেম্বার বা পাতালঘরের সন্ধান পায় পুলিশ। জামালের দাবি, ওই গুপ্তঘর আসলে জলের ট্যাঙ্ক (water tank)। তবে, সেটি সত্যিই জলের ট্যাঙ্ক নাকি সেখানে কিছু লুকিয়ে রাখা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে সোনারপুর থানার পুলিশ সূত্রে। এর আগেই আমরা দেখেছি জামালের সুবিশাল প্রাসাদ। বাড়িতে পোষা কচ্ছপ ও ঘোড়া।

{link}


এদিন ভোররাতেই জামালকে সঙ্গে নিয়ে নামালে তাঁর সোনারপুরের এই প্রাসাদোপম বাড়িতে আসে সোনারপুর থানার পুলিশ। তার বাড়ির জলাশয়ের পাশে মাটির নীচে একটি ঘর আছে বলে আগেই খবর পেয়েছিল পুলিশ। সোনারপুরের বাড়িতে এসে, পাতালঘরের সন্ধানে ওই জায়গাটি খুঁড়তে শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে বেশ কিছু সিসিটিভির ডিভিআর বা ডিডিটাল ভিডিয়ো রেকর্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি জলের ট্যাঙ্ক ছিল, সেগুলিও খুলে দেখা হয়েছে। একটি ১৫ হাজার লিটারের বিশাল জলের ট্যাঙ্ক ছিল। জানা যাচ্ছে জামালের কীর্তি কলাপের বেশ কিছু নথী উদ্ধার হয়েছে ওই পাতাল ঘর থেকে।

{ads}

News Breaking News Sonarpur Kolkata West Bengal TMC Mamata Banerjee CM Jamaluddin underground water tank Police search CCTV DVR Digital Video Election 2024 Politics Politician সং

Last Updated :