শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি প্রাইমারী টেটের চাকরিপ্রার্থীরা ধর্মতলায় রাস্তায় বিক্ষোভ করছে তাদের চাকরির জন্য। তাদের দাবি যারা টেট পাশ টেন ইন্টারভিউ বঞ্ছিত যারা আছে তাদের চাকরি নিশ্চিত করার দাবি নিয়ে আন্দোলন নেমেছে। মুখ্যমন্ত্রী র কাছে তাদের এই আবেদন।
{ads}
Last Updated :