header banner

Shyambazar: আবার পথে নামছে জুনিয়র ডাক্তারেরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর কাণ্ড (R G kar Incident) ১০০ দিন হয়ে গেলো। কিন্তু বিচার পেলো না তিলোত্তমা। ক্ষোভে ফুঁসছে নাগরিক সমাজ। এই অবস্থায় আবার পথে নামছে জুনিয়র ডাক্তারেরা (Junior doctors) । ১৭ নভেম্বর শ্যামবাজার (Shyambazar) পাঁচমাথার মোড়ে এই সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেই সমাবেশ করার লক্ষ্যে স্লোগান তোলা হয়েছে ‘‌বিচারহীন ১০০ দিন’‌। আর সেটাকেই সামনে রেখে ওই দিন একাধিক কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চও।

{link}

সুতরাং আবার রাজপথে ঢল নামবে চিকিৎসক থেকে সাধারণ মানুষের। অথচ এই বিচার দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও হাত নেই। এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয়। তদন্ত করছে সিবিআই (CBI)। কেস চলেছে একদিকে সুপ্রিম কোর্টে (Supreme Court) অন্যদিকে শিয়ালদা আদালতে। কিন্তু ১০০ দিন পরেও নেই উল্লেখযোগ্য অগ্রগতি। ৯ আগস্ট ঘটনার পরে হয়েছে অনেক বিক্ষোভ সমাবেশ। রাত পাহারার অনুষ্ঠান। কিন্তু বছর! খুশি না কেউই। এবার আবার ১৭ নভেম্বর নতুন করে রাজপথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা।

{link}

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বিচার এখনও মেলেনি। আর সেই বিচার চেয়ে আবার পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। এই মামলা এখন একদিনে সুপ্রিম কোর্ট অপরদিকে শিয়ালদা আদালতে বিচারাধীন। বিচার এখান থেকেই মেলার কথা। এবার সেই বিচার প্রক্রিয়া যাতে তরান্বিত হয় তার জন্যই এই পথে নামা বলে মনে করা হচ্ছে। বিচারহীন ১০০ দিন’‌ স্লোগানকে সামনে রেখে ১৭ নভেম্বর শহরের ১০০টি জায়গায় ১০০ মিনিটের নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইকেল মিছিল করা হবে নির্যাতিতার সোদপুরের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত।

{ads}

News Breaking News Tilottama R G kar Incident Shyambazar Junior doctors Protest CBI Supreme Court সংবাদ

Last Updated :