header banner

Kavi Subhash : ফাটল ধরা পিলারে বন্ধ কবি সুভাষ স্টেশন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কবি সুভাষ (Kavi Subhash) মেট্রো স্টেশনের (Metro station) পিলারে ফাটল দেখা দেওয়ায় জটিলতা বেড়েই চলেছে। কবে স্টেশন খুলবে, তা নিশ্চিতভাবে বলতেই পারছে না মেট্রো কর্তৃপক্ষ। পিলারে ফাটল দেখা যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় স্টেশন। গত সোমবার থেকে বন্ধ পরিষেবা। এবার পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

{link}

সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে আস্ত স্টেশন। ইতিমধ্যেই ই-টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো। ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন হল কবি সুভাষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে এই লাইনে। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। জানা গিয়েছে, নতুন করে স্টেশন তৈরি করতে নূন্যতম ৯ থেকে ১০ মাস সময় লাগবে। সেই সময় এক বছরও পেরিয়ে যেতে পারে। দক্ষিণ শহরতলীর রেলযাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগ আরও চরমে উঠবে। মোট ৯ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন।

{link}

শুধু পিলারে ফাটলই নয়, প্লাটফর্মের অবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১টি স্তম্ভ বা পিলার আছে কবি সুভাষ স্টেশনে। ২১টি স্তম্ভের মধ্যে ৪টি স্তম্ভে ফাটল ধরা পড়েছে। তবে বাস্তব চিত্র বলছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক স্তম্ভেই অল্পবিস্তর ফাটল ধরেছে। আভ্যন্তরীণ তথ্য বলছে, কর্মী সঙ্কটও উদ্বেগের কারণ। অনুমোদিত কর্মীর সংখ্যার থেকে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি কর্মী কম আছে।

{ads}

 

News Breaking News Kavi Subhash Metro station Kolkata সংবাদ

Last Updated :