header banner

Kanchan-Pinki : কাঞ্চন-পিঙ্কির সমীকরণ নিয়ে ধেয়ে আসছে কটাক্ষ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পিঙ্কি সেই অর্থে কখনোই রাজনীতির (Politics) জগতে ছিলেন না। তিনি থাকতেন তার অভিনয়ের জগৎ নিয়ে। কিন্তু তার প্রাক্তন স্বামী (ex husband) কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) তৃণমূল বিধায়ক। এবার পিঙ্কির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সম্প্রতি তাদের ডিভোর্স (Divorce) হয়ে গেছে। কাঞ্চন নতুন সংসার বেঁধেছে। আর পিঙ্কি (Pinky Banerjee) তার সন্তানকে নিয়ে একাই আছেন। ৯ অগস্টের ঘটনা নিয়ে প্রতিনিয়ত নিজের বক্তব্য রাখছেন তিনি।

{link}

এর মাঝেও কাঞ্চন-পিঙ্কির সমীকরণ নিয়ে ধেয়ে আসছে কটাক্ষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন সব মন্তব্য! শুনে চুপ থাকতে পারলেন না কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি। তিনি সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বিজেপির নবান্ন অভিযান নিয়ে পিঙ্কি আক্রমন করতে ছাড়েন নি তৃণমূলকে। তিনি লিখেছেন, ''আজকের নবান্ন অভিযান বেআইনি হলে, ১৯৯৩ সালের ২১শে জুলাই রাইটার্স অভিযান কি ছিল?"

{link}

স্বাভাবিক কারণেই সমাজ মাধ্যমে অনেককেই পিঙ্কি পাশে পেয়েছে। আবার অনেকে কাঞ্চন প্রসঙ্গ তুলে তাকে কটাক্ষ করতে ছাড়েন নি। পিঙ্কিকে পাল্টা আক্রমণের সুরে এক জন লেখেন,”এগুলো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কাঞ্চন মল্লিককে অ্যাটাক করছে’। এমন সংবেদনশীল সময়ে এই ধরনের ব্যক্তিগত ও রুচিহীন মন্তব্যের কড়া জবাব দেন কাঞ্চনের প্রাক্তন। তিনি বলেন, 'দয়া করে এই ভয়ঙ্কর সময়ে ফালতু কমেন্ট করবেন না।' সবটা মিলিয়ে একটা নতুন নাটকের মঞ্চ যেন তৈরী হয়ে গেলো।

{ads}

News Breaking News Politics ex husband Kanchan Mullick Divorce Pinky Banerjee R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West

Last Updated :