header banner

হাওয়াই আড্ডার সন্দেশ

article banner

পূজা শেষে বিমানযাত্রীদের জন্য সুখবর। বিমানযাত্রীদের সুবিধার্থে  নতুন উদ্যোগ নিল কলকাতা বিমানবন্দর। 
কলকাতা বিমানবন্দরে নামার পর প্রি-পেইড ট্যাক্সি বুক করার জন্য যাত্রীদের আর লাইনে দাঁড়াতে হবে না। ৭৪৩৯৭৫১৮৫৫ এই নম্বরে মিসড কল দেওয়ার পর যাত্রীদের মোবাইলে একটা ম্যাসেজ আসবে। যাতে লেখা থাকবে টোকেন টাইম। সেই টাইম অনুযায়ী যে কোনও প্রি-পেইড ট্যাক্সি বুথে গিয়ে গাড়ি পেয়ে যাবেন যাত্রীরা। 
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, বয়স্ক মানুষ থেকে যাঁরা প্রথমবার কলকাতা বিমানবন্দরে আসছেন, তাঁদের সবার জন্যই মিসড কল দেওয়া অনেক সুবিধাজনক।
'ভবিষ্যতে আমরা বর্তমানে কী করি তার উপর নির্ভর করে'। মহাত্মা গান্ধীর এই কথাগুলি অনুসরণ করে, দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য পরিষ্কার এবং সবুজ পরিবেশের বার্তা প্রচারের জন্য কলকাতা বিমানবন্দর ২০২০ সালের ১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত স্বচ্ছতার প্রতিজ্ঞায়  অগ্রসর হয়েছে । ২০২০ সালের ২ নভেম্বর, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সমস্ত সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে কর্মচারীদের কাছে স্বচ্ছতা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।{ads}
 

Kolkata Airport News Taxi Kolkata Aiport Old age

Last Updated :