header banner

Book Fair : কলকাতা বইমেলায় নেই সেই মুক্তমঞ্চ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মুক্তোমনা মানুষদের জন্য কলকাতা বইমেলায় চিরকাল রাখা হতো একটা 'মুক্তমঞ্চ'। কিন্তু এবার নেই সেই মুক্তমঞ্চ। ৪৮তম কলকাতা বইমেলায় অবশ্য মুক্তমনাদের ক্ষেত্রে দুঃখের খবর রয়েছে। একদিকে আরজি কর (RGKar Incident) হাসপাতালের ঘটনা, অপরদিকে বাংলাদেশের (Bangladesh) জ্বলন্ত পরিস্থিতি— এই দুই ঘটনা নিয়ে বইমেলার মুক্তমঞ্চে সোচ্চার হবেন ভেবেছিলেন মুক্তমনারা। অর্থাৎ যাঁরা মুক্ত মনে নিজের মতামত যুক্তিগ্রাহ্য প্রমাণ–সহ তুলে ধরে বিতর্কে অংশ নেন।

{link}

কিন্তু এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রাখাই হল না মুক্তমঞ্চ। কিন্তু কেন নেই মুক্তমঞ্চ?‌ উঠছে প্রশ্ন। যদিও পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দাবি, বইমেলা প্রাঙ্গণে যাতে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্যই গড়ে তোলা হয়নি মুক্তমঞ্চ। ভবিষ্যতেও এই সিদ্ধান্তের বদল হবে না। কারণ বইমেলা প্রাঙ্গণ বিপ্লবের জায়গা নয়। বইপ্রেমীরা এসব পছন্দও করেন না। যদিও অনুষ্ঠানের জন্য বিকল্প একটি ঘেরা মঞ্চ গড়ে তোলা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে নাগরিক মহলে প্রশ্ন উঠেছে। কলকাতা যুক্তিবাদী শহর। এখানে কেন যুক্তিপূর্ণ আলোচনা হবে না?

{link}

বইমেলা কর্তৃপক্ষ কিছুটা সঙ্কিত হয়েছে এই কারণেই যে এবার বাংলাদেশ ও তিলোত্তমা কান্ড সামনে আছে। আর তা নিয়ে যদি আলোচনার সুযোগ করে দেওয়া হয়, তাহলে সরকার বিরোধী বক্তব্য উঠে আসবে - যা মোটেই পছন্দ নয় গিল্ডয়ের। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (Publishers & Booksellers Guild) এই পদক্ষেপে অনেকে চটলেও বিশেষ কোনও লাভ হয়নি। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং আরজি কর হাসপাতালের ঘটনাই চর্চিত বিষয়। এই বছর এখানে বাংলাদেশের স্টল নেই। তাই জোর বিতর্ক তৈরি করতে চেয়েছিলেন অনেকে। আরজি কর হাসপাতালের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। এখনও সেই ঘটনার রেশ সম্পূর্ণ কাটেনি। সুতরাং আন্তর্জাতিক সম্পর্ক এবং স্পর্শকাতর বিষয় নিয়ে মুক্তমঞ্চে আলোচনা হোক চাননি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কর্তৃপক্ষ। বইমেলার মুক্তমঞ্চে এসব নিয়ে তপ্ত পরিবেশ গড়ে উঠুক চায়নি গিল্ড।

{ads}

News Breaking News Kolkata Book Fair Kolkata Book Fair 2025 সংবাদ

Last Updated :