যত এগিয়ে আসছে বিধানসভা ভোট রাজনীতির ময়দানের লড়াই ও তাঁর তীব্র প্রভাব পড়েছে এই বাংলায়।
কলকাতা থেকে রাজ্যপালকে 'INSENSIBLE' বললেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন নিজের সাংবিধানিক পদ ভুলে গিয়ে রাজ্যপাল কোনো একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছেন। তার প্রধান কাজ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে সন্তুষ্ট করা।
পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন অমিত শাহ যদি চান রাজ্যে ৩৫৬ ধারা জারি হোক , তাহলে বিজেপি কে সবার আগে উত্তরপ্রদেশে ৩৫৬ ধারা জারি করতে হবে। শুধু তাই নয় যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সব জায়গায় ৩৫৬ ধারা জারি করতে হবে।
তিনি আরও বলেন দিবাস্বপ্ন দেখছেন তিনি , বাস্তবটা বলবেন বাংলার মানুষ ।{ads}