header banner

তিলোত্তমাকে নিত্যদিনে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ

দূর্গাপূজা উপলক্ষে নানান রংবেরংয়ের হোর্ডিং-এ সাজানো হয়েছিল তিলোত্তমাকে। সেই পুজোর রেশই কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরছে শহরবাসী। ব্যস্তজীবনের চলতি পথে এই হোর্ডিংই কখনও কখনও হয়ে যায় বেমানান। সেই কথাই মাথায় রেখে শহরের দৃশ্য দূষণের বিষয়টি খতিয়ে দেখে হোর্ডিং খুলে নেওয়া হবে জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের বিদায়ী মেয়র পরিষদ দেবাশীষ কুমার। {ads}
বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা যেমন ধর্মতলা, ডালহৌসি স্কোয়ার ইত্যাদি থেকে ইতিমধ্যেই হোর্ডিং খুলে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে মর্নিং এবং ইভিনিং ওয়াকের জন্যে কিছু পার্ক খুলে দেওয়া হলেও সব সময়ের জন্য খুলতে হলে সেই বিষয়ে স্থানীয় এলাকার ওপরই নির্ভর করে শ্রেয়। কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার বিষয়টিও মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামীদিনে। তার বক্তব্য অনুযায়ী, চিলড্রেন পার্ক বা সাঁতারের ক্লাব আপাতত বন্ধই থাকবে তবে পরবর্তীকালে এই বিষয়ে বিস্তারিত ভাবে নিরীক্ষণ করা হবে। 
শহরে উপস্থিত মহামারী এবং ক্রমবর্ধমান সংক্রমণ এড়াতে নির্দ্বিধায় এটি একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত বলে অনুমান করা যায়। তবে, এই সিদ্ধান্ত গুলো মেনে নেওয়ার পাশে পাশেই সতর্কতা বজায় রাখাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অতিমারীর পরিস্থিতিতে। {ads}
 

Kolkata Corporation Pollution eradication opening of parks after consultation West Bengal

Last Updated :