header banner

প্রতিপক্ষ যখন করোনা

কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি জীবাণুমুক্ত করে দেওয়া হচ্ছে।সোমবার এইরুপ তথ্য মানুষের সামনে তুলে ধরলেন কলকাতা কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য দেবব্রত মজুমদার। তিনি বলেন যারা করোনা আক্রান্ত হচ্ছেন এবং যে বাড়িতে হোম আইসোলেশনে তারা থাকছেন সেই সমস্ত বাড়ি আবাসন বা ফ্ল্যাট সমস্তই স্যানেটাইজ করে দেওয়া হচ্ছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে। শুধু তাই নয় জীবানুমুক্ত করা হচ্ছে সেই বাড়ির কাছাকাছি অঞ্চল ও তার পাশের বাড়ির সবকিছু।

যখন কেউ করোনা আক্রান্ত হচ্ছেন কলকাতা কর্পোরেশনের নথিভুক্ত হয়ে যায় তাদের নাম।পাশাপাশি স্বাস্থ দপ্তরেও চলে যাচ্ছে তাদের নাম। পরবর্তি সময়ে ঠিকানা অনুযায়ী পরে গিয়ে আক্রান্তের বাড়ি জীবানুমুক্ত করা হচ্ছে। তবে তিনি আরো জানিয়েছেন যারা বেসরকারি মাধ্যম থেকে করোনার টেস্ট করছেন তাদের রিপোর্ট আসতে একদিন দেরি হচ্ছে।এছাড়াও কিছু ব্যাক্তি করোনা আক্রান্ত হওয়ার পর নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকছেন।সেক্ষেত্রে জীবানুমুক্ত করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কর্পোরেশনকে।ঘরে ঘরে গিয়ে স্যানিটাইজেশন ছাড়াও মিস্ট ক্যানন এর মাধ্যমে শহরের বড়ো বড়ো রাস্তাগুলিও জীবানুমুক্ত করার কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।সব দিকে নজর দিলে স্পষ্টতই কোলকাতা কর্পোরেশনের কাজের পরিপূর্নতা চোখে পড়ার মতো। {ads}

Kolkata Covid19 Sanitization WestBengal KolkataCorporation

Last Updated :