header banner

দূষণ মুক্ত লক্ষে কলকাতা কর্পোরেশন

বিসর্জনের সঙ্গে সঙ্গে কলকাতা কর্পোরেশন তাঁদের দায়িত্ব পালনে কোন ত্রুটি রাখে নি । মাতৃমূর্তির কাঠামো তুলে ফেলা হচ্ছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে ক্রেনের  মাধ্যমে।  শুধু মাতৃমূর্তির কাঠামো নয়, তার সঙ্গে পুজোর যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলো তুলে ফেলা হচ্ছে ক্রেনের  মাধ্যমে এবং অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। কোনমতেই যেন গঙ্গা জল দূষিত না হয় বা নোংরা আবর্জনা পড়ে না থাকে বাবুঘাটে সেই দিকে নজর রাখা হচ্ছে। তাই মাতৃমূর্তি নিরঞ্জন এরপরই সঙ্গে সঙ্গে সেই স্থান পরিষ্কার করে দেওয়া হচ্ছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে ।একসাথে অনেক জন যাতে প্রবেশ করতে পারবে না সেই দিকটা ক্ষেত্রেও নজর রাখা হচ্ছে ।{ads}

 মেয়র ফিরহাদ হাকিম জানান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং যারা আসছেন তারা সমস্ত নিয়ম-নীতি মেনে আসছেন  এবং নির্দিষ্ট গুটিকয়েক' লোক আসছে এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখছেন এবং তিনি এই সমস্ত কাজ নিজে দাঁড়িয়ে থেকে করাচ্ছেন এবং পুরো বিষয়ের উপর নজর রাখছেন।

Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 food covid19 independence freedom fighter news media religion district cit

Last Updated :