header banner

পৃথকীকরণেই মিলবে সুরাহা

অতিমারীর আবহে পরিবেশ দূষণ রোধে এবার আরও একধাপ এগিয়ে সক্রিয় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। বর্তমানে কলকাতা পুরসভার উদ্যোগে শহরের ২৫ টি ওয়ার্ডে বর্জ্য পদার্থ পৃথকীকরণের কাজ শুরু হল। প্লাস্টিকের ব্যাবহার বর্জনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া বলে দাবি করছেন পুরসভার অধিকর্তারা। {ads}
বর্তমানে জনগণকে দূষণ সম্পর্কে সচেতন করার জন্যে শহরের বিভিন্ন প্রান্তে পরিচালনা করা হচ্ছে সচেতনতা বৃদ্ধির ক্যাম্প। শহর কলকাতার দূষণের মাত্রা বৃদ্ধির কথা মাথায় রেখে এদিন পুরসভার বিদায়ী মেয়র পারিষদ দেবব্রত মজুমদার প্লাস্টিক ছেড়ে কাপড়ের ব্যাগ ব্যাবহারের পক্ষে জোড় দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় প্লাস্টিক ব্যাগের ব্যাবহার ছেড়ে কাপড়ের ব্যাগের ব্যাবহার শুরু করলেও করোনা পরিস্থিতিতে কাপড়ের ব্যাগের দাম বৃদ্ধি পাওয়ায় এবং জোগান কম থাকায় অনেকেই পুনরায় প্লাস্টিক ব্যাগের ব্যাবহার শুরু করেছেন। ফলত, শহরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার প্রয়োজনে ধীরে ধীরে প্লাস্টিকের ব্যাবহার কমানোর দিকে জোড় দিচ্ছে পুরসভা। 
দেবব্রত বাবু জানান, বর্তমানে কিছু কিছু এলাকায় প্লাস্টিক ব্যাগের ব্যাবহার কিছুটা কমলেও অধিকাংশ জায়গায় মানুষের মধ্যে সচেতনতার অভাবে এখনোও পর্যন্ত সেভাবে  কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করেনি এলাকাবাসীরা। তাই, দূষণ কমাতে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এই কর্মদ্যোগ নিল কলকাতা পুরসভা। আশা করা হয়, পুরসভার  মাধ্যমে পরিচালিত সেগ্রিগেশন এবং ক্যাম্পিং সচেতনতা বৃদ্ধির কাজে নিশ্চিত ভাবে ভালো ফলাফল আনবে। {ads}
 

Kolkata Municipality Kolkata Municipal Corporation Firhad Hakim Debabrata Majumder Segregation Plastic Eradication jute bags usage pollution West Bengal

Last Updated :