header banner

Kunal Ghosh : কুণাল ঘোষকে আক্রমণ তাপস জায়ার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তাপস পাল এখন আমাদের মধ্যে নেই। তিনি ছিলেন তৃণমূলের সাংসদ। তাঁর স্ত্রী একহাত নিলেন কুনাল ঘোষকে (Kunal Ghosh)। আর জি কর কাণ্ডে (RG Kar Incident) বারবার ‘প্রতিক্রিয়া পরিবর্তন’ নিয়ে নির্যাতিতার বাবা-মাকে নিশানা করেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সেই প্রতিক্রিয়ার সমালোচনা করে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করলেন প্রয়াত তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায়।

{link}

কুণাল ঘোষকে ‘রূঢ়’, ‘অসংবেদনশীল’ বলে আক্রমণ করেন তাপস জায়া। ফেসবুকে নন্দিনীদেবী লেখেন, “কুণালবাবু, আমি ২০দিনের মধ্যে বাবা ও মা-কে হারিয়েছিলাম। একমাত্র সন্তান হয়েও একফোঁটা কাঁদতে পারিনি। স্বামী মারা যাওয়ার পরও তাই। কিন্তু, এই শোক আজও বয়ে বেরচ্ছি। সময় সে কষ্ট লাঘব তো করতেই পারেনি, বরং দিন দিন তা আরও বেড়েছে।” তারপরেই লেখেন, "আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো? গা পিত্তি জ্বলে যায়!” কুনাল ঘোষ তো ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি কাল বিলম্ব না করে অগ্নিবান ছুড়েছেন নন্দিনীর দিকে।

{link}

কুনাল বলেন, “নন্দিনীদির সঙ্গে আমার সম্পর্ক ভালো। যদিও তাঁর হাজব্যান্ড ঘরে ছেলে ঢুকিয়ে দেব বলে বিবৃতি দিয়েছিলেন। তবু নন্দিনীদির সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। আমি অভয়ার বাবা-মাকে কোথাও অসম্মান বা অশ্রদ্ধা করিনি। বারবার বলছি, তাঁদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা রয়েছে।" এর পরেই নন্দিনীকে ব্যক্তিগত আক্রমন করে বলেন, "আমার প্রিয় কোনও বউদি যদি বলে থাকেন আমি রূঢ়, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি একদমই রূঢ় নই। এখন ব্যাপারটা কহিপে নিগাহে, কহিপে নিশানা। ওঁর যদি অন্য কোনও দুঃখ থাকে, অন্য কোনও রাগ থাকে, সেটা যদি আমার উপর দিয়ে চালানোর চেষ্টা করেন, তাহলে সেটা ঠিক হচ্ছে না।” আর নাগরিক মহল বলছেন - ছিঃ! একটা বর্বরোচিত মৃত্যু নিয়ে আর কত নিচে নামবে কুনাল ঘোষের মতো নেতারা!

{ads}

News Breaking News Kolkata RG Kar Incident CBI junior doctor rape case Kunal Ghosh

Last Updated :