header banner

Kuntal Ghosh: এখনই বাড়ি ফেরা হচ্ছে না কুন্তলের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইডির (ED) মামলায় জামিন মিললেও সিবিআইয়ের (CBI) মামলায় কিন্তু জামিন হয় নি তৃণমূলের প্রভাবশালী যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। এ দিন, একাধিক শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ,পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে,নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না অভিযুক্ত, তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না, কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না, একই সঙ্গে ১০ লক্ষ টাকার বন্ডে মিলেছে জামিন।

{link}

কিন্তু ভাগ্যের পরিহাস যে এখনই কুন্তলের বাড়ি ফেরা হচ্ছে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল। অপর অভিযুক্ত তাপস মন্ডলের অভিযোগ বেআইনি নিয়োগ করিয়ে দেওয়ার নামে বেশ কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে কুন্তল।

{link}

এরপর ২০২৩ সালের ২১ জানুয়ারি লাগাতার তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল যুবনেতাকে। অনেকটাই মুখ পোড়ে তৃণমূলের। এদিকে অপর অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানি আজ বুধবার আদালতে ওঠার কথা।

{ads}

News Breaking News ED CBI Kuntal Ghosh TMC Partha Chatterjee সংবাদ

Last Updated :