শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একটা নৃশংস মৃত্যু, তার প্রেক্ষিতে শিয়ালদা আদালতের রায়, সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রাজ্য সরকারের যাওয়া আবার মত পরিবর্তন করে সেই রায়ের পক্ষে জুনিয়র ডাক্তার, তিলোত্তমার বাবা ও নাগরিক মহল এই মুহূর্তে ফাঁসির বিরোধিতা করেছেন। এই পর্যন্ত সবটাই সোজা পথে চলেছে। কিন্তু এর পরেই শাসক শিবিরের নেতা মন্ত্রীরা পরিকল্পনা করে আক্রমন শনিয়েছে তিলোত্তমার বাবাকে। সেই আক্রমনের শেষ সংযোজন কমারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
{link}
তিনি বলেন, "এতদিন আপনারা প্রত্যেকের কাছে মা-বাবা ছিলেন। এখন নিজেদের উপকৃত করতে, ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন। বিচারপতি রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। বরং নির্দেশের বিরুদ্ধে গিয়ে মমতা ফাঁসির আবেদন করেছেন। সেটা কেঁচিয়ে দেওয়ার জন্য আপনাদের বিকাশবাবু, যিনি একজন প্রমাণিত, নির্ভুল মিথ্যেবাদী, আপনাদের মুখে মিথ্যে বসিয়ে দিচ্ছে। বিজেপির কথা। সিপিএমের কথা। তাহলে আপনারা বলুন রাজনীতিতে যোগ দিচ্ছেন।"
{link}
পড়ে যোগ করেন, ''আপনারা মা-বাবা হয়ে দাঁড়াতে পারতেন আদালতের কাছে। ফাঁসি না চাইলে সিবিআইকে বারণ করলেন না কেন? আর যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান, তাহলে কোথায় উপনির্বাচনের খোঁজ করুন। তবে জিততে পারবেন না। চান্স নেই।'' এর পড়ে প্রত্যাশিত ভাবেই তিলোত্তমার বাবা এই উত্তর দেন - যা নাগরিক মহলের চোখ ভিজিয়ে দিয়েছে। তিনি বলেন, "মদন মিত্র আসুন না একদিন। আমার ভাইয়ের মতো হবেন। কোনও সাজেশন থাকলে দিন। টাকার পিছনে আমি কোনওদিন দৌড়াইনি। যখন ১০ টাকা পুঁজি ছিল আমার, সেদিনও দৌড়াইনি। আজও দৌড়াইনি। এই কারণে ভগবান আমাকে এমন সুন্দর একটা মেয়ে দিয়েছিল। সমাজ আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি। আমরা সুবিচার পাবই।''
{ads}