header banner

জয় হিন্দ নামে লিখবে নতুন আত্মকথা

article banner

প্রতীক্ষার অবসান , অবশেষে চালু হয়েছে মাঝেরহাট ব্রিজ , ২০১৮ সালের দুঃস্বপ্নকে ভুলে গিয়ে নতুন সাজে নতুন ভাবে প্রাণ পেয়েছে এই ব্রিজ । করোনা পরিস্থিতি ও রেলের সঙ্গে দ্বন্দ্ব উভয় সামলে নতুন করে ব্রিজে প্রাণ দিতে খানিক সময় হয়তো লাগল কিন্তু বছর শেষে ভারী খুশি শহরের মানুষ যেন এক অন্ধকার কেটে আলোর বিকাশ ঘটেছে ।ব্রিজের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ব্রিজের নতুন নামকরণ হয়েছে জয় হিন্দ সেতু । 

গতকাল মাঝরাত থেকে চালু হয়েছে নতুন মাঝেরহাট ব্রিজ। আপাতত সেতুর উপর পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। সকাল থেকে শুরু হয়েছে বাস চলাচল। বেপরোয়া গাড়ি আটকাতে নতুন মাঝেরহাট ব্রিজের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে গার্ড রেল। তারাতলা ও মোমিনপুরের দিকে ব্রিজের দু প্রান্তেই নজরদারি চালাচ্ছে পুলিশ।

 
মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের পর বেশ কয়েকটি রাস্তায় রুট পরিবর্তন। অ্যাডভাইসরিতে ট্রাফিক পুলিশ জানিয়েছে, ডায়মন্ড হারবার রোড ধরে উত্তরমুখী গাড়ি মাঝেরহাট ব্রিজ ধরবে। ডায়মন্ড হারবার রোড-আলিপুর রোড-বর্ধমান রোড ধরে আসা দক্ষিণমুখী গাড়িগুলি মাঝেরহাট ব্রিজ দিয়ে ধরবে। বেলি ব্রিজ-আলিপুর পার্ক রোডে একমুখী যান চলাচল করবে। সাহাপুর রোড ও নলিনীরঞ্জন অ্যাভিনিউতে দ্বিমুখী যান চলাচল। প্রয়োজন অনুসারে রুট পরিবর্তন হতে পারে বলে অ্যাডভাইসরিতে জানিয়েছে ট্রাফিক পুলিশ।{ads}
 

Majherhat Bridge Kolkata Jai Hind Bridge Bridge Collapse West Bengal

Last Updated :