শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মলয় বসু একজন প্রাক্তন সৈনিক। তিনি ছিলেন নৌ-বিভাগে। কর্ম সূত্রেই তিনি ট্রেনিং নিয়েছিলেন কিছু স্বাস্থ্য পরিষেবার। আর অবসর নেওয়ার পরে সেই শিক্ষাকেই কাজে লাগিয়ে কিছু যেমন আয় হচ্ছে, তেমনই দিচ্ছেন স্বাস্থ্য পরিষেবা। জানা গিয়েছে, ৭২ বছরের এই বৃদ্ধ উত্তর ২৪ পরগনার শ্যামনগরের (Shyamnagar) বাসিন্দা। বর্তমানে থাকেন বারাকপুরে (Barrackpur)। কখনও চলে যান ক্যানিং বনগাঁ, কৃষ্ণনগর বেথুয়াডহরী আবার কখনও বর্ধমান।
{link}
কখনও আবার তাঁকে দেখা যায় হুগলিতে। গলায় ঝোলে স্টেথোস্কোপ আর হাতে থাকে রক্তচাপ মাপার যন্ত্র, পালস অক্সিমিটার। নৌসেনায় চাকরির সুবাদে ফিজিওথেরাপি এবং নার্সিং ট্রেনিং নিয়েছিলেন মলয়বাবু। পনেরো বছর চাকরি করে ১৯৮৮ সালে অবসর নেন। তারপর সৌদি আরবে কয়েক বছর চাকরি করেন। পরে দেশে ফিরে এসে যুক্ত হয়ে পরেন নতুন কাজে। তিনি গলায় স্টেথো ঝুলিয়ে আর ব্যাগে প্রেশার মাপার যন্ত্র সহ একাধিক যন্ত্র নিয়ে ঘুরে বেড়ান। দশ টাকা নেন প্রেসার মাপতে। সঙ্গে পাঁচ টাকা পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশান মাপার জন্য।
{link}
আসলে রক্তচাপ কমলে বা বাড়লে শারীরিক অসুস্থতা বোঝা যায়। সেই বিষয়টাই অনেকে অবহেলা করেন। তাই প্রেসার মেপে মানুষকে সতর্ক করতে এই উদ্যোগ নিয়েছেন মলয়বাবু। কারও প্রেসার কম-বেশি দেখলে তাঁকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন। দিনে পাঁচ-ছঘন্টা কাজ করে ৫০-৬০ জনের প্রেসার মাপেন। তিনি জানান, তার রোজগারের একটা বড়ো অংশ তিনি দান করেন দরিদ্র মানুষের সেবায়।
{ads}