header banner

Howrah : আন্দুল এলাকাতে প্রচারের কাজে মীনাক্ষী মুখোপাধ্যায়

article banner

শনিবার সকালে হাওড়ার আন্দুল এলাকাতে সদর লোকসভা প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন বর্তমানে বামেদের পোস্টার গার্ল মীনাক্ষী মুখোপাধ্যায়। জনসংযোগ কর্মসূচি থেকে মীনাক্ষীর দাবি,' বাংলা নিজের মেয়েকে চাইল, আর সন্দেশখালিতে তাদের সন্মান বিসর্জন দিয়ে দিল'। তিনি সদরের বাম প্রার্থী সব্যসাচীকে জয়ী করার জন্য সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন।

{link}

বামেদের কেন মানুষ ভোট দেবে সেই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, ' দেশকে বাঁচাতে বামেদের ভোট দিতে হবে। বাংলার মেয়েকে চেয়ে সন্দেশখালিতে মহিলাদের সন্মান বিসর্জন দিল।' পাশাপাশি ইন্ডি জোটের ইশতেহার প্রসঙ্গে মীনাক্ষী বলেন,' আমরা সারা বছর যে দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি, সেটাই আমাদের ইশতেহার। ভোটের আগে কর্পোরেটদের বাজেটে জনমহিনী ইশতেহার বামপন্থীরা প্রকাশ করে না।'

{link}

এছাড়াও বামেদের ৩৪ বছরের শাসনকালে জঙ্গি শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে রাজ্যে একাধিক শিল্প বন্ধ হওয়ার যে অভিযোগ বামেদের বিরুদ্ধে রয়েছে, সেই দাবিকে কার্যত অস্বীকার করে মীনাক্ষীর দাবি, যারা এই ধরণের প্রচার করছেন তারা নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে। তারা মিথ্যা কথা বলছেন বলেও দাবি করেন বাম নেত্রী। যদিও নেত্রী আরও দাবি করে বলেন ২০১১ সালের পূর্বে রাজ্যে শিল্পের যে পরিকল্পনা এসেছিলো আর আজকে যে পরিস্থিতি সেটার পার্থক্য আছে বলেই দাবি মীনাক্ষীর। এছাড়াও তৃণমূলের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের স্লোগানকে কটাক্ষ করে ।মীনাক্ষী বলেন, ' বাংলার জন্য মানুষ সত্যি ভেবে নেবে আর তৃণমূল বিজেপিকে বিসর্জন দিয়ে দেবে।

{ads}
 

News CPIM Election Politics Politician Meenakshi Mukhopadhyay Sabyasachi Chatterjee Lok Sabha Election Election 2024 Andul Howrah West Bengal সংবাদ

Last Updated :