header banner

R G kar Incident : প্রতিবাদে পথে নামছেন মিঠুন

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর্মকন্ডের (R G kar Incident) প্রতিবাদে 'বিবেক জাগরণ' মঞ্চের পক্ষ থেকে আজ রাস্তায় নামছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। 'বিচার চাই’। এই দাবিতে যখন সরব কলকাতা (Kolkata)। প্রতিবাদের ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার ধরনা অবস্থানে সামিল।‌

{link}

প্রায় প্রতিদিনই নাগরিক সমাজ তাদের প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করছে। ঠিক সেই আবহেই এবার বিবেক জাগরণ যাত্রায় নাগরিক সমাজের সঙ্গে আজ, বুধবার পথে নামছেন মিঠুন চক্রবর্তী। ‌বিবেক জাগরণ যাত্রায় স্বামীজীর বাড়ি থেকে শ্যামবাজার (Shyambazar) পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেবেন মিঠুন। আরজি কর ঘটনার তীব্র নিন্দা করে আগেই বার্তা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। স্বাভাবিক কারণেই আজকে ওই অঞ্চলে তৈরী হবে জন-জোয়ার বলে ধরে নেওয়া যায়। এর আগে তিলোত্তমা হত্যার প্রতিবাদে বিনোদন জগতের অনেকেই পা মিলিয়েছেনা।

{link}

এবার মিঠুন। মিঠুন চক্রবর্তী ছাড়াও সমাজের বিশিষ্ট মানুষজন আজকের যাত্রায় পায়ে পা মেলাবেন। প্রসঙ্গত, আরজি কর ঘটনার পরে পরেই মিঠুন চক্রবর্তী এক বার্তায় আগেই বলেছিলেন, ‘‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কী বলব, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল।" মিঠুনের বার্তায় অনেকেই উদ্বুদ্ধ হয়ে সঙ্গে রাস্তায় হাঁটবেন তাতে সন্দেহ নেই।

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Ko

Last Updated :