header banner

Modi : কলকাতায় মোদী, পুজোর আগেই উপহার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২০২৬ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচকেই পাখির চোখ করেছে দুই সরকার। এবার কলকাতায় (Kolkata) প্রধানমন্ত্রী (PM)। দুর্গাপুজোর আগে বাংলার জন্য ‘ঐতিহাসিক উপহার’। আজ,বৃহস্পতিবার কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। দমদম (Dum Dum) থেকে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি থাকছে সরকারি কর্মসূচি ও জনসভা।

{link}

সূত্রের খবর, উত্তর কলকাতার যশোহর রোড মেট্রো স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে ভার্চুয়ালি নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে এই নতুন রুটগুলির উদ্বোধন করবেন। বিকেল ৪টে ৫ মিনিট: কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ৪টে ১০ মিনিট: সড়কপথে প্রধানমন্ত্রী রওনা হবেন যশোহর রোড মেট্রো স্টেশনের উদ্দেশে। মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধন। মেট্রো চেপে প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন, তার পরে ৪টে ৩৫ মিনিটে যশোহর রোড মেট্রো স্টেশনে তিনি ফিরে আসবেন।

{link}

সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী রওনা হবেন দমদম সেন্ট্রাল জেল মাঠের দিকে। সেখানে প্রশাসনিক মঞ্চ থেকে ৪টে ৪৫ মিনিটে শুরু করে ৫টা ১৫ মিনিট পর্যন্ত তিনি কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। নরেন্দ্র মোদী উঠবেন প্রশাসনিক মঞ্চের পাশেই, বিজেপির রাজনৈতিক মঞ্চে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধে ৬টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে মোদী ভাষণ দেবেন। তার পরে প্রধানমন্ত্রী সড়কপথে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীর দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা।

{ads}

 

News Breaking News Modi Kolkata Metro Station সংবাদ

Last Updated :

Related Article

Latest Article