header banner

KMC : পুজোর চার দিন ভোর তিনটে থেকে জল দেবে পুরসভা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুরু হয়ে গেছে ২০২৪ সালের পুজোর উৎসব। কয়েক বছর ধরে পিতৃপক্ষেই মুখ্যমন্ত্রী (CM) শ্রীভূমির (Sreebhumi) পুজোর উদ্বোধন করে দেন। আর তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় দর্শকদের উন্মাদনা। পুজোর সময় স্বাভাবিক কারণেই  পানীয় জলের চাহিদা থাকে অনেক বেশি। সেই দিকে লক্ষ রেখেই এ বছর পুজোর দিনগুলোতে কলকাতা পৌরসভা নাগরিকদের কিছু সময় বেশি জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

{link}

পুজোর দিনগুলিতে ভোর ৩টে থেকে পানীয় জল দেওয়ার সিদ্ধান্ত পুরকর্তৃপক্ষের। অন্যান্য সময় শহরে পানীয় জল পরিষেবা দেওয়া শুরু হয় সকাল ৬টা নাগাদ। পুজোর আয়োজনে জলের জন্য সমস্যা যাতে না হয় সেই জন্য এই সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার (Calcutta Municipality) মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, 'পুজোর দিনগুলোতে ভোর ৩টে থেকে পানীয় জল সরবরাহ করা হবে। সাধারণ মানুষের পুজোর আয়োজনের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য এই সিদ্ধান্ত।’

{link}

পাশাপাশি পুজোর সময় শহর কলকাতায় বাইরে থেকে বহু মানুষ ঠাকুর দেখার জন্য আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই দিনগুলিতে শহরে পুরসভার সমস্ত সুলভ শৌচালয়গুলি ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্বপন সমাদ্দার বলেন, 'কলকাতা পুরসভা বরাতপ্রাপ্ত সংস্থাগুলিকে এই মর্মে নির্দেশ দিতে চলেছে।' এ দিনের বৈঠকে নিকাশি ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। চলতি বছর পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে শহরের নিকাশি বিভাগ যেন পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকে, সেই নির্দেশ দেওয়া হয়েছে।

{ads}

News Breaking News Durga Puja Festival Sreebhumi CM Mamata Banerjee Politics Politician Kolkata Calcutta Municipality KMC সংবাদ

Last Updated :