header banner

Kolkata Buses: বয়স নয়, স্বাস্থ্যই আসল! কোর্টের নির্দেশে হাঁসি ফিরল পুরোনো বাস মালিকদের মুখে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতার বাস মালিকদের আবেদনে সারা দিলো হাইকোর্ট। জানিয়ে দিলো - বয়স নয়, ফিটনেসটাই আসল। কলকাতা হাই কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর অবশেষে পুরোনো বাসগুলির ‘স্বাস্থ্য’ যাচাই করে পারমিট দেওয়ার প্রক্রিয়া শুরু করল পরিবহণ দফতর। বহুদিনের জট কেটে যাওয়ায় বেসরকারি বাসমালিক সংগঠনগুলি এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে দেখছেন। হাই কোর্টের নির্দেশ ছিল, ‘বয়স নয়, স্বাস্থ্যই প্রধান’। যানবাহনের দূষণমাত্রা, ফিটনেস ও প্রযুক্তিগত সক্ষমতা খতিয়ে দেখে যদি কোনও বাস চালানোর উপযুক্ত হয়, তবে বয়ঃসীমা পেরোলেও তাকে রাস্তায় নামতে দিতে হবে। এই নির্দেশ মেনেই কেএমডিএ এলাকায় ১৫ বছরের বেশি পুরোনো বাসের জন্য পারমিট দেওয়া শুরু করেছে পরিবহণ দফতর।

{link}

বুধবার প্রথম এক বাসকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাসটির মালিক প্রদীপ বসু বললেন, 'এটা আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল। আমরা বহু সঙ্গীকে হারিয়েছি। তাঁরা এই ঐতিহাসিক জয় দেখে যেতে পারলেন না। এরফলে শহরে আরও বেশি বাস নামবে এবার। আরও বাসকে পারমিট দেওয়া হবে।' ২০০৯ সালে পরিবেশ আদালতের নির্দেশে কেএমডিএ এলাকায় ১৫ বছরের বেশি পুরোনো পেট্রল-ডিজেল চালিত বাস চলায় নিষেধাজ্ঞা জারি হয়। ফলে বহু বাস বাতিলের মুখে পড়েছিল। বাসমালিকরা ১৩ মাস আগে আদালতে আবেদন জানান, লকডাউনের সময়ে দুই বছর বাস না চললেও সেই সময়টুকু বয়স হিসেবে ধরা হয়েছে, যা অন্যায়। পাশাপাশি অনেক পুরোনো বাসই এখনও চলার উপযুক্ত। শেষ পর্যন্ত তাদের জয় হয়।

{ads}

Kolkata News Busses Bus of Kolkata Buses of Kolkata Kolkata High Court Kolkata Roads West Bengal Buses Bengali News কলকাতা বাস বাস চালক

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article