header banner

Kolkata : কালীপুজোর দিন মেট্রোর সংখ্যা কিছু কমলো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কবি সুভাষ (Kavi Subhash) থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar) - কালীপুজোর দিন এই রুটের মেট্রোর যাত্রী হবে প্রচুর। দক্ষিণেশ্বরের কালীপুজো দেখতে হাজার হাজার মানুষ আসেন। কিন্তু কোনো আজ্ঞাত কারণে ওই দিন ওই রুটে মেট্রোর সংখ্যা কিছু কমিয়ে দেওয়া হলো। মেট্রোরেল এক বিজ্ঞাপ্তিতে এমনই জানিয়েছে।

{link}

মেট্রোরেল সূত্রে খবর নীল লাইন (blue line) অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে কালীপুজোর দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। শুধু তাই নয়, সেই সঙ্গে শেষ মেট্রোর সময়সূচিতেও বদল হতে চলেছে। অন্যান্য দিনের তুলনায় অনেক রাত পর্যন্ত চলবে মেট্রো। এদিন কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়, দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ১০টা ৪৮-এ।

{link}

দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৪৮, ১০টা ৮, ১০টা ২৮ এবং ১০টা ৪৮-এ শেষ মেট্রো ছাড়বে। কবি সুভাষ থেকে রাত ১০টা, ১০টা ২০, ১০টা ৪০ এবং ১১টায় শেষ মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে রেল সূত্রে। নীল লাইনে প্রতিদিনের ২৯২টি মেট্রোর জায়গায় এই দিন ১৯৮টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে।

{ads}

News Kolkata Metro Station Breaking News Kavi Subhash Dakshineswar Kali Puja Diwali 2024 সংবাদ

Last Updated :