header banner

North Bengal Medical: নির্যাতিতার বাবা-মায়ের কথায় অনশন প্রত্যাহার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ধর্মতলায় (Dharmatala) জুনিয়র চিকিৎসকদের (Junior doctors) আমরণ অনশন প্রত্যাহারের পরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ (North Bengal Medical College) হাসপাতালে অনশনে থাকা জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন প্রত্যাহার (Junior Doctors' Hunger Strike) করলেন। সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে অনশন কারী জুনিয়র চিকিৎসক সন্দীপ মণ্ডলকে শরবত খাওয়ান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ।

{link}

এরপরই জুনিয়র চিকিৎসকরা তাদের অনশন প্রত্যাহার করে নেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের অনশন ৩৭০ ঘন্টা পার হয়েছে। কলকাতায় আমাদের যারা বন্ধু রয়েছে তাদের সাথে কথা হয়েছে,এর পাশাপাশি অভায়া দিদির মা বাবা আমাদের অনুরোধ করেছে, এরপরেই আমরা অনশন প্রত্যাহার করলাম। তবে আমাদের আন্দোলন চলবেই।

{link}

শনিবার গণ কনভেনশন রয়েছে, তারপর‌‌ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে আন্দোলন চলবে। উল্লেখ্য নির্যাতিতার মা-বাবার অনুরোধে ও জনগনের ইচ্ছেতে ১৭ তম দিনে অনশন প্রত্যাহার করলেন জুনিয়ার ডাক্তাররা। পাশাপাশি আগামীকাল রাজ্য জুড়ে যে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তাও প্রত্যাহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর ধর্মতলায় ফিরে এসে নিজেদের মধ্যে বৈঠকের পর এই কথা ঘোষণা করেন আন্দোলনকারী চিকিৎসকরা।

{ads}

News Breaking News Junior doctors North Bengal Medical College Dharmatala Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Kolkata Junior Doctors' Hunger Strike সংবাদ

Last Updated :