header banner

Kolkata: চার্জশিটে একমাত্র সঞ্জয় রাইকেই অভিযুক্ত করা হয়েছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর কাণ্ডে উত্তাল সারা বাংলা। সমস্ত বাংলা তাকিয়ে CBI এর দিকে। সেই অবস্থায় ঘটনার ৫৮ দিনের মাথায় CBI আদালতে চার্জশিট পেশ করে। চার্জশিটে একমাত্র সঞ্জয় রাইকেই অভিযুক্ত করা হয়েছে। অনেকেরই প্রশ্ন, একার পক্ষে এহেন ঘটনা ঘটানো সম্ভব কি? নাকি আরও কেউ রয়েছে এর পিছনে?  এই চার্জশিট নিয়ে অবশ্য তেমন প্রতিক্রিয়া দেননি জুনিয়র ডাক্তাররা।

{link}

কিন্তু গলা তুলেছেন কুনাল ঘোষ। গত ৯ আগস্ট ঘটনা প্রকাশ্যে আসার পর ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সন্দেহে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এর ২ দিন পর ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ''যাঁরা CBI চেয়েছিলেন, আজ দেখুন, মূল ধর্ষণ ও খুনের মামলায় তারা এতদিনে শুধু সঞ্জয় রাইয়ের নামে চার্জশিট দিল, যাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। কিন্তু আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।''

{link}

আর জি করের মর্মান্তিক ঘটনা গোটা রাজ্যে তো বটেই, তোলপাড় ফেলেছিল দেশ, বিদেশে। প্রতিবাদ চরমে উঠেছিল। এমনকী সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তদন্তের অগ্রগতি কী, তা জানতে চেয়ে সুর চড়িয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। শাসকদলও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজ নিয়ে সংশয় প্রকাশ করে।

{ads}

 

 

news breaking news R.G Kar junior doctor Kolkata West Bengal সংবাদ

Last Updated :