পালকি করে উমা চললেন কৈলাসে , ছোট্ট শিশুদের এ এক অভিনব প্রচেষ্টা , তাঁদের আশা দেবী আরাধনা করা , কলকাতার চেতলার মেঘদূতম ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক অভিনব উদ্যোগে পুজোর আয়োজন করা হয়। ছোট্ট করে দুর্গা পুজো করা হয়। পালকিতে চড়ে দেবীকে এদিন বিসর্জনের জন্য নিয়ে আসা হয় ।{ads}
মেঘদূতম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছর এক লক্ষ কুড়ি হাজার মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই ফাউন্ডেশনের সভাপতি জয়দীপ মুখার্জি। তিনি জানিয়েছেন যেভাবে ছোট্ট করে পুজো করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে হাসনাবাদ থেকে মথুরাপুর বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চাদের তৈরি হাতের কাজের মাধ্যমেই এ বছর দুর্গা প্রতিমা সাজানো হয়।