header banner

তপসিয়াতে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

পার্ক সার্কাসের কাছে তপসিয়া এলাকায় বসতিতে আগুন। ৫০ থেকে ৬০টি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনরকম হতাহতের খবর নেই, ঝুপড়ির বাসিন্দাদের সরিয়ে আনা সম্ভবপর হয়েছে।মঙ্গলবার দুপুরে এই বসতি এলাকায় আগুল লাগে।প্রথমে ঘটনাস্থলে আগুন নেভাতে আসে দমকলের ছটি ইঞ্জিন।পরে আরো ছটি ইঞ্জিন পাঠানো হয়।আগুন নেভাতে মোট ২২টি ইঞ্জিন আসে।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায় দমকল কর্মীরা ।কিন্তু জনবসতিপূর্ন এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।তাছাড়া সেখানে মোবিল ও তেলের কারখানা ছিল বলেও জানা গিয়েছে। 
কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগিয়েছেন।বসতি সংলগ্ন খাল থেকে জল এনে আগুন নেভানোর কাজে সচেষ্ট হয়েছেন তারা।ঝুপড়ির বাসিন্দারা সকলেই সুস্থ আছেন, সকলকেই বিপদ সংকট এলাকার বাইরে নিয়ে আসা হয়েছে।তবে ঠিক কি কারনে আগুন লাগল তা এখোনো জানা যায়নি।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এলাকার রঙের কারখানাতেই প্রথম আগুন লাগে ও সেইখান থেকে তা ছড়িয়ে পড়ে এলাকায়।ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।তিনি বলেন ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য বাইশটি দমকলের ইঞ্জিন কাজ করছে। ভিতরে কেউ আটকে নেই, বসতি এলাকা থেকে সমস্ত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।তিনি আরো জানিয়েছেন যেহেতু কি থেকে আগুন লেগেছে তা এখোনো স্পষ্ট নয় তাই এই ঘটনার তদন্ত করা হবে। পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ।

{ads}
 

Topsia Fire fire attack techniques fire attack helmet cam fire attack training topsia fire damage park circus kolkata park circus song park circus interior fire attack helmet cam free fire attack tech

Last Updated :