header banner

Partha Chatterjee : বেসরকারি হাসপাতালে চিকিৎসা পার্থর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আদালতের অনুমতি নিয়ে SSKM থেকে মঙ্গলবার অনেক রাতে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের এক বেসরকারি হসপিটালে। পার্থর পরিবার সূত্রের জানা যাচ্ছে,সরকারি খরচে নয়, বেসরকারি হাসপাতালে তিনি নিজের টাকায় চিকিৎসা করাবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ আদালতে জানিয়েছিলেন, এসএসকেএম (SSKM) হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না।

{link}

যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাঁকে স্থানান্তরিত করা যায় এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। মঙ্গলবার দুপুরে সেই আবেদন মঞ্জুর করল আদালত। উল্লেখ্য, একই আবেদন জানিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান নিয়োগ দুর্নীতি কাণ্ডে  আরেক ধৃত ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। উল্লেখ্য, জেলে থাকাকালীন ১৬ জানুয়ারি দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট।

{link}

জেলের চিকিৎসকরা প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাঁকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থর। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও রয়েছে সমস্যা। পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণেও গোলমাল হচ্ছে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হসপিটাল সূত্রে জানা গেছে।

{ads}

News Breaking news Partha Chatterjee SSKM সংবাদ

Last Updated :