header banner

Modi : রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মহালয়ার আগে এক ঝটিকা সফরে রবিবার কলকাতায় (Kolkata) আসছেন প্রধানমন্ত্রী (PM)। মনিপুর থেকে আসাম হয়ে রবিবার রাতে তিনি কলকাতায় পৌঁছাবেন। জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। ৫ টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬.১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন তিনি।

{link}

সেখানে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী মোদী (Modi)। পরের দিন, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, সকাল ৯.৩০ থেকে ১ টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর, দুপুর ১ টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী মোদী।

{link}

সেখান থেকে বিহারে যাবেন তিনি। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে (Fort William)। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

{ads}

 

News Breaking News Kolkata PM Modi সংবাদ

Last Updated :