শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে প্রতি টিকিটে রাজ্য বিনোদন কর নেয় ২৫ টাকা। সেই টাকা এবার থেকে ৫০ টাকা করার প্রস্তাব আসতে চলেছে। শনিবার পুরসভার মাসিক অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন সিএবি সম্পাদক বিশ্বরূপ দে এই প্রস্তাব আনেন। তিনি মাসিক অধিবেশনে প্রস্তাব রাখেন, আইপিএল (IPL 2025) একটি বিনোদনযুক্ত পেশাদার ক্রিকেট খেলা।
{link}
শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই আর্থিকভাবে সমৃদ্ধ। যদিও এখন আসন পিছু ১৫ টাকা আদায় করে পুরসভা। সিএবি-র কাছে বহু টাকার বিনোদন কর বকেয়া রয়েছে। পুরসভাকে ম্যাচ চলাকালীন দর্শকের আসন পিছু অন্তত ৫০ টাকা বিনোদন কর ধার্য করা উচিত।
{link}
প্রাক্তন সি এ বি কর্তার এই প্রস্তাবের জবাবে বিভাগীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার কাউন্সিলরের এই প্রস্তাব কার্যত খারিজ করে দেন। মেয়র পরিষদ বলেন, “বিশ্বরূপবাবু দীর্ঘদিন সিএবিতে ছিলেন। তখন যদি তিনি এই ব্যবস্থা করে যেতেন, তাহলে আজকে এই অবস্থা হত না। কলকাতা পুরসভার কমিশনার সিএবি-র সঙ্গে কথা বলছেন। মনে রাখতে হবে, ইডেনে খেলা হয়। আমরা এমন কোনও কাজ করতে পারি না যেটা মানুষকে আঘাত করে।”
{ads}