header banner

Kolkata: প্রতিবাদে সিনেমা জাস্টিস ফর আমিশা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর কান্ড নাড়িয়ে দিয়েছে সারা বিশ্বকে। প্রতিবাদে উত্তাল সারা ভারত।এবার সেই বিষয়ের প্রতিবাদে সিনেমা তৈরী হচ্ছে - 'জাস্টিস ফর আমিশা '। অর্পিতা মন্ডল নিবেদিত, এ কে মুভি মেকার প্রযোজিত কুমার মনোজিতের ছবির শুটিং চলেছে।  

{libk}

  কুমার মনোজিৎ বলেন, তাদের ছবির মূল চরিত্রে অভিনয় করবেন রিয়া সাহা। আর রিয়া সাহারা বয় ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন অর্ঘদীপ মন্ডল। অন্যান্য চরিত্রে আছে নতুন ও পুরোনো অনেক অভিনেতা-অভিনেত্রী। তিনি জানান, ছবিতে দুটি গান থাকবে - একটা টাইটেল সং ও আরেকটা আইটেম সং।

{link}

তিনি আরও বলেন, যেহেতু এটা বিচারাধীন বিষয় তাই বিষয়টা নিয়ে তাদের ভাবতে হচ্ছে। যেহেতু ছবিটা জানুয়ারী মাসে রিলিজ করবে তাই সেই সময়ের মধ্যে বিচার হয়ে গেল ছবির পরিনাম সেভাবে দেখানো হবে। আর তার মধ্যে যদি বিচার শেষ না হয়, তাহলে সেভাবেই বইটা শেষ করে ভবিষ্যতের ভাবনা দর্শকের উপর ছেড়ে দেওয়া হবে। তিনি মনে করেন, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, তা যতটা তাদের নিজেদের জন্য ততটা ধর্ষিতার জন্য নয়। তাই তার ছবিতে ডাক্তারদের আন্দোলন ততটা প্রাধান্য পায় নি, প্রাধান্য পেয়েছে নাগরিক মহলের আন্দোলন।

{ads}

news breaking news R.G Kar protest rape movie in cinemas now Kolkata West Bengal সংবাদ

Last Updated :