header banner

IIM Joka Incident : শিক্ষা প্রতিষ্ঠানে আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলার সংস্কৃতি যে তলানিতে তা নিয়ে আর বিতর্ক নেই। শাসকদল আবার একে বিচ্ছিন্ন ঘটনা বলবে। এমন ঘটনায় স্তম্ভিত সকলে। এবার জোকা (Joka)। নামী ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের (IIM Calcutta Molestation) ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। গ্রেফতার কলেজের ম্যানেজমেন্ট পড়ুয়া। মধ্যরাতেই খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছল পুলিশ।

{link}

আবারও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জোকার যে কলেজে এই ঘটনা ঘটেছে, সেখানে ভর্তি হতে গেলে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা এই কলেজে পড়াশোনা করেন। এই কলেজে প্রবেশ করতে গেলে নিরাপত্তার একাধিক ধাপ পার করতে হয়। তারপরও কীভাবে এই ঘটনা ঘটল! হতবাক কলেজ কর্তৃপক্ষ। তরুণী ওই কলেজের ছাত্রী নন বলে পুলিশ সূত্রে খবর। রেজিস্টারে স্বাক্ষর না করেই কীভাবে ওই তরুণী ভিতরে গেলেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। রাতে গিয়ে নিরাপত্তারক্ষী ও কলেজের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়।

{link}

সিসিটিভি ফুটেজও (CCTV footage) খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, ক্যাম্পাসিং-এর কথা বলে ওই কলেজের এক দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাঁকে ভিতরে নিয়ে যান। কলেজে প্রবেশ করার পর অন্য একটি কাজ আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে দাবি তরুণীর। সেখানে নিয়ে গিয়ে তাঁকে জল ও পিৎজা খেতে দেওয়া হয় বলে অভিযোগ। খাওযার পরই আচ্ছন্ন হয়ে পড়েন ওই তরুণী।

{ads}

 

News Breaking News Joka IIM Calcutta Molestation Rape Case সংবাদ

Last Updated :