header banner

Buddhadeb Bhattacharjee : আজ নেতাজি ইন্ডোরে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন তাঁর দলীয় কর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষেরা। বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় ডাকা হয়েছে এই স্মরণসভা। আলিমুদ্দিন সূত্রে খবর, বিজেপি ও তৃণমূল ছাড়া অন্যান্য সকলকেই আমন্ত্রণ করা হয়েছে।

{link}

সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ীর কথায়, ‘তৃণমূল, বিজেপির কোনও নেতাকে আমরা আমন্ত্রণ করছি না। এটা আমাদের দলীয় স্মরণসভা। রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত ভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। নাগরিক সমাজের বিশিষ্টদেরও আমন্ত্রণ করা হয়েছে। তবে এই স্মরণসভা ‘ওপেন ফর অল (Open for all)’, তাই যে কেউ আসতে পারেন।’ এখন দেখার ওই দুই দলের কোনো নেতা অনাহুত হয়ে ওই স্মরণসভায় যোগ দেন কিনা!

{link}

প্রসঙ্গত স্মরণীয়,এই স্মরণসভার আগে বুধবার সন্ধ্যায় সিপিএমের যুব সংগঠন বুদ্ধদেবের বিভিন্ন সাক্ষাৎকার, পুরনো লেখা, অনুদিত কবিতার একটি সংকলন প্রকাশ করে। সিপিএমের ছাত্র-যুব সংগঠনের (CPM student-youth organization) রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে এই সংকলন প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ যুব নেতৃত্ব ছিলেন অনুষ্ঠানে। বুদ্ধদেবের বিভিন্ন নিবন্ধের সংকলন এই প্রথম প্রকাশিত হলো। সকাল থেকেই লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium)।

{ads}

News Breaking News Buddhadeb Bhattacharjee West Bengal Former Chief Minister CPIM TMC BJP Open for all CPM student-youth organization Netaji Indoor Stadium সংবাদ

Last Updated :