header banner

বড়োদিনের আগেই শেষ হতে চলেছে সাঁতরাগাছি ব্রিজের সংস্কারের কাজ?

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশ বড়দিনের আগেই হাওড়ার সাঁতরাগাছি সেতুর সংস্কারের কাজ শেষ করতে হবে। শুক্রবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে জানালেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। যদিও নির্দিষ্ট তারিখ জানা যাবে পিডাব্লিউডির তরফ থেকেই। এছাড়াও একই অনুষ্ঠানে টোটো নিয়ে তিনি জানান, টোটোর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় যানজটের সমস্যা বেড়েছে। ইতিমধ্যেই বিষয়টি জেলাশাসককে অবহিত করা হয়েছে। খুব দ্রুত টোটো নিয়ে বৈঠকে বসে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। 

{link}
উল্লেখ্য বিষয়, শুক্রবার হাওড়ার চ্যাটার্জিহাট থানার উদ্যোগে বিনাব্যায়ে একটি চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই এসেছিলেন হাওড়ার কমিশনার অফ পুলিশ প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি ছাড়াও হাওড়া সিটি পুলিশের আরও বহু শীর্ষ অফিসারের এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ফিতে কেটে কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী উদ্বোধন করেন অনুষ্ঠানের। বহু মানুষ এসে চক্ষু পরীক্ষা করিয়েছেন হাওড়া সিটি পুলিশের এই শিবিরে। এই অনুষ্ঠানে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েই সাঁতরাগাছি ব্রীজ সম্পর্কে এই গুরুত্বপূর্ন মন্তব্য করেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। তার দেওয়া এই তথ্যে স্বাভাবিক ভাবেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়াবাসী। 
{ads}

news Howrah Santragachi Bridge West Bengal সংবাদ

Last Updated :