header banner

Shyambazar : প্রতিবাদ মিছিলে গিয়ে ঋতুপর্ণাকে শুনতে হল 'গো ব্যাক'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ঋতুপর্ণা (Rituparna Sengupta) টলি পাড়ার প্রতিবাদীদের মধ্যে একজন ছিলেন। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোষ্ট করেছিলেন, সেই ছবি নিয়ে অবশ্য বিতর্ক উঠেছিল। সে যাইহোক, ১৪ তারিখের পরে ৪ তারিখ আবার সারা দেশ 'রাত পাহাড়া'র ব্যবস্থা করেছিলেন। আর সেখানেই সমস্যা হলো ঋতুপর্ণাকে নিয়ে। 

{link}


শ্যামবাজারে (Shyambazar) এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছতেই তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেই ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে গো ব্যাক স্লোগান দিতে দিতে তাঁকে লক্ষ্য করে তেড়ে যান বলেও অভিযোগ। আন্দোলকারীদের একাংশ ঋতুপর্ণার গাড়িতে হামলা করেন বলেও অভিযোগ। গাড়িতে জোরে জোরে আঘাত করতে থাকেন তারা। এমন অবস্থা হয় যে গাড়ির কাচ ভেঙে যাওয়ার উপক্রম হয়। ঋতুপর্ণা গাড়ির ভিতর থেকে অনুরোধ করেন সকলকে শান্ত থাকার। কিন্তু কেউ তার কথা শোনেন নি। শুধু চিৎকার করে 'গো ব্যাক' (Go Back) ধ্বনি দিতে থাকেন।

{link}

এই বিষয় নিয়েই প্রতিবাদে সরব হন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। তিনি লিখেছেন, 'আপনারা তাঁর অবস্থান পছন্দ করেন না। তাঁর সংহতি দেখানো ভিডিও অপচ্ছন্দ করতেই পারেন। খুব ভাল। আপনারা তাঁকে “গো ব্যাক” স্লোগান দিয়েছে। মেনে নিলাম। সবকিছু মেনে নিয়ে তিনি সেই জায়গা ছেড়ে চলে যান। কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তাঁর গাড়ির কাঁচের দরজা ধাক্কা দিচ্ছে? এটা কতটা ভয়াবহ!! আমি এই ঘটনার নিন্দা জানাই। আপনারা কি ভুলে গেছেন যে আপনারা মহিলাদের জন্য রাত দখল করতে রাস্তায় এসেছিলেন?' স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, আন্দোলনকারীরা কেন এটা করলেন? টলি পাড়ার অনেকেই এটাকে পছন্দ করেন নি।

{ads}

News Breaking News R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Kolkata Prot

Last Updated :