header banner

Dilip Ghosh : মুখ্যমন্ত্রীর আশ্রয়েই সন্দীপের বাড় বাড়ন্ত এতো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিলীপ ঘোষ (Dilip Ghosh) আছেন দিলীপ ঘোষেই। তিনি কখনোই রাখঢাক করে কথা বলেন না। স্পষ্ট কথা স্পষ্ট করেই বলে দেন। এর আগেও আরজি কর কাণ্ড ( R G kar Incident) নিয়ে চড়া সমালোচনার সুর শোনা গেছিল দিলীপ ঘোষের মুখে। আহমেদপুরের সভা থেকে তিনি বলেছিলেন, 'একজন পুলিশ কমিশনার কীভাবে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন।

{link}

কিছু না জেনেই বলে দিলেন আত্মহত্যা (suicide) করেছে। তিনি পার্টি নেতাদের মতো কথা বলছেন। তাঁকে প্রথমে সাসপেন্ড (suspend) করে তাঁর ইউনিফর্ম (uniform) কেড়ে নেওয়া উচিত।' আর জি কর কাণ্ডে প্রথম থেকেই সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের চিরকালীন অভ্যাস মর্নিং ওয়াক (Morning walk)। এই মুহূর্তে তিনি বহরমপুরে (Berhampore)। সেখানে মঙ্গলবার মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন।

{link}

সেখানেই অভ্যেস মতো দলীয় কর্মীদের নিয়ে 'চায়ে পে চর্চা' করেন তিনি। আরজি কর কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ প্রসঙ্গে বলেন, 'সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানত, শুধু সময়ের অপেক্ষা ছিল। ওঁর চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে, তাঁরা এক একজন মহাপুরুষের পর্যায়ে। মমতা ব্যানার্জী এই সমস্ত নিকৃষ্ট স্তরের লোকজনদের সমাজের উঁচু স্তরে বসিয়ে দিয়েছেন।' তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন (Junior Doctors) ঠিক পথে আছে। বিজেপি সেই আন্দোলকে সম্পূর্ণ সমর্থন করে।

{ads}

News Breaking News Dilip Ghosh R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician

Last Updated :