header banner

TMC: সৌগত রায় মঞ্চে দাঁড়িয়ে পুলিশের প্রকাশ্যে সমালোচনা করেছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আর জি কর কান্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এবার কসবা কান্ড নিয়ে কলকাতার মেয়র কলকাতা পুলিশের ভূমিকার নিন্দা করেছেন। কলকাতায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই, প্রশ্ন উঠছে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও। আর এবার শুধু আন্দোলনে বা স্লোগানে নয়, খোদ শাসক দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে পুলিশ প্রশাসনের সমালোচনা। সমালোচনা করেছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

{link}

আর এবার পুলিশের কাজে বিরক্তি প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে পুলিশের সমালোচনা করতে শোনা গেল দমদমের সাংসদকে। কসবায় তৃণমূল কাউন্সিলক সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, এভাবে চলতে পারে না। "পুলিশ কী করে? কলকাতা শহরে পিস্তল আসছে কীভাবে? বর্ডারে দেখার কোনও লোক নেই? পুলিশ কাউকে ধরতে পারে না?” এর পড়ে আবার আর জি কর প্রসঙ্গ তুলে বলেন, "কীভাবে একজন সিভিক ভলান্টিয়ার সবার অলক্ষ্যে চারতলায় উঠে গেল?"

{link}

তিনি সাংবাদিকদের বলেন, "সুশান্ত ঘোষকেস গুলি করার চেষ্টা হয়েছে। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ কাজ করতে পারছে না। বিহার থেকে কীভাবে আসতে পারে অস্ত্র। এটা খুবই খারাপ, দুঃখের, চিন্তার।” একই প্রশ্ন এর আগে তুলেছিলেন ফিরহাদ হাকিম। বেশ অস্বস্তিতে যে পুলিশমন্ত্রী তা বলার অপেক্ষা রাখে না।

{ads}

news breaking news TMC Firhad Hakim Kolkata Mayor Kolkata West Bengal Kolkata police tmc family সুংবাদ

Last Updated :