আজ কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয় ড্রাইভারদের মধ্যে ট্রাফিক সচেতনতা প্রচার করার জন্য। এই ব্যাবস্থাপনায় অংশগ্রহন করে বাস, অটোরিক্সা, ট্যাক্সি এবং মালবাহি গাড়ির মোট ২৮৩ জন চালক অংশগ্রহন করেন। তাদের স্টপলাইন বজায় রাখা, পথচারীর রাস্তা পারাপার, ট্রাফিক আইন লঙ্ঘন করা এই সমস্ত বিষয় নিয়ে টিজির অধীনে মোট ২৬টি আলাদা আলাদা এলাকায় বোঝানো হয়। এছাড়াও আরো ৩২১ টি গড়িচালক কে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সন্মন্ধে বিস্তারিত বোঝানো হয় এবং তাদের গাড়িতে সচেতনতামূলক স্টিকার আটকানো হয়।
{ads}