header banner

Baghbazar : দগ্ধ দেহ ঘিরে বাগবাজারে চাঞ্চল্য

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগেই ট্রালিব্যাগে ভরা এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই অঞ্চলে। ওখানে আবার শনিবার সকালে অর্ধদগ্ধ দেহ উদ্ধার। বাগবাজারের (Baghbazar) নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলের নিচতলা থেকে এক ব্যক্তি অর্ধদগ্ধ দেহ উদ্ধার।

{link}

খুন নাকি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। শ্যামপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তাঁকে। তবে কে বা কারা যুক্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। শনিবার ঘড়ির কাঁটায় সকাল ৯টা ২৫ মিনিট। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলে এক ব্যক্তির দেহ আধপোড়া অবস্থায় দেখেন স্থানীয়রা। তখনও ওই ব্যক্তির দেহের আশপাশ থেকে ধোঁয়া বেরচ্ছে। প্রথমিকভাবে স্থানীয় মানুষেরা জল দিয়ে আগুন নেবেনোর চেষ্টা করেন।

{link}

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টায় খুনের পর দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। দিনেদুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল এলাকায়। জানা গেছে, ওই বহুতলের গেটে তালা লাগানো ছিল। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

{ads}

News Breaking News Baghbazar সংবাদ

Last Updated :