header banner

Belghoria : আবার শুটআউট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেলঘরিয়া (Belghoria), কামারহাটি এখনো দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। ওখানে মাঝে মাঝেই শোনা যায় বোমা গুলির শব্দ। গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীব নগর এলাকায়।

{link}

বাড়ির পাশ থেকেই রোহনের দেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতেই তাঁকে কেউ বা কারা গুলি করে পালিয়ে যায়। আজ, বুধবার সকালে উঠে স্থানীয়রা দেখতে পান তাঁর দেহ‌। তড়িঘড়ি করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

{link}

পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম রোহন খান(৪০)। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বেলঘরিয়ার যেখানে খুনের ঘটনাটি ঘটেছে, তার পাশেই পুলিশ থানা। রাতে পুলিশের টহলদারি, পুলিশ ভ্যান থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ডিসিপি। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

{ads}

News Breaking News Belghoria Murder TMC সংবাদ

Last Updated :